মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা
মোবাইল কিনে না দেয়ায় কিশোরের আত্মহত্যা
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আকাশ মন্ডল (১৮) এক কিশোর আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (৭এপ্রিল) ভোরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) তন্ময় মন্ডল বিষয়টি নিশ্চত করেছেন। নিহত আকাশ মন্ডল টুঙ্গিপাড়া উপজেলার পাটগাঁতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের লক্ষন মন্ডলের ছেলে। সে পরিবারের সাথে গ্রামের সনাতন ধর্মীয় অনুষ্ঠানে গান গাইতো।
টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল জানান, বেশ কিছুদিন ধরে আকাশ নামের ওই কিশোর তার বাবার কাছে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার জন্য বায়না করছিল। এসময় তার বাবা ধান উঠার পরে মোবাইল কিনে দিতে চায়। কিন্তু সে অভিমান করে বৃহস্পতিবার ভোরে বাড়ির পার্শ্ববর্তী বাগানে বরই গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে ঠাকুর করিবাজ নামের এক ব্যক্তি মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ফাঁস খুলে নিচে নামালে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।