ইফতার সামগ্রী বিতরণ পথচারী অসহায় ও দুঃস্থদের মাঝে
ইফতার সামগ্রী বিতরণ পথচারী অসহায় ও দুঃস্থদের মাঝে
আরজুন নাহারঃ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কমিশনার মরহুম এয়াকুবের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ চট্টগ্রাম মহানগর শাখা ও সালেহ জহুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ বিকেলে আতুরারডিপো মোড়ে পথচারী ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।মরহুমের ভাতিজা যুবলীগ নেতা শিবলী সাদেকের ব্যবস্থাপনায় এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নওশাদ আলম মুন্নার সার্বিক সহযোগিতায় ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি, যুব সংগঠক এম আর আজিম।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সেলিম, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল হোসেন চৌধুরী জিকু, মহানগর ছাত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, আতুরারডিপো হাশেম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াস, ১৫নং বাগমনিরাম ওয়ার্ড যুবলীগ নেতা সোহেল ইমরান, যুবলীগ নেতা জাহেদ, জনি, মোঃ হাফিজ, বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি সিনিয়র আহ্বায়ক সদস্য তন্ময় তপু, ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন অন্তর, মোঃ এহসান, চিস্তি, আসলাম, নাঈম, মোঃ সম্রাট, হৃদয় প্রমুখ।