ডাটাবেজ ব্যবহার করে সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার
ডাটাবেজ ব্যবহার করে সিএনজিতে ফেলে যাওয়া ব্যাগ উদ্ধার
আরজুন নাহারঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকায় গত ১৯ এপ্রিল, ২০২২ দুপুর অনুমান ১২ঃ০০ টায় জনৈক বিপুল সূত্রধর নামক একজন ট্রেন যাত্রী, যার বাড়ি কিশোরগঞ্জ জেলায়, চট্টগ্রাম শহরে ঘুরতে এসে বালুছড়া থেকে চট্টগ্রাম রেল স্টেশনের উদ্দেশ্য সিএনজি যোগে রওয়ানা করেন। স্টেশনে নামার পর তিনি লক্ষ্য করেন যে, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান ডকুমেন্টসসহ তার হাতে থাকা ব্যাগটি তিনি সিএনজিতে ফেলে এসেছেন।
তাৎক্ষণিক তিনি নিউমার্কেট মোড়ে এসে কর্তব্যরত সার্জেন্ট আব্দুর রহমানকে সিএনজির নাম্বার সরবরাহ পূর্বক বিষয়টি অবহিত করেন। এবং কোতোয়ালী থানা ট্রাফিক পুলিশের টিআই মোঃ মশিউর রহমান’র দিক নির্দেশনায়। উক্ত সার্জেন্ট সঙ্গীয় কং/৫২৫৪ শাহীন এর সহায়তায় “ আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে সিএনজিটি সনাক্ত করেন এবং হারানো মূল্যবান ব্যাগটি ও যাবতীয় ডকুমেন্টস সহ উদ্ধার করেন। আজ ২০ এপ্রিল, ২০২২ বেলা ২ঃ২০ মিনিটে উক্ত মালিকের প্রতিনিধি এসে নিউমার্কেট পুলিশ বক্স থেকে তার মূল্যবান ব্যাগটি গ্রহন করেন।