রমজান মাস কে আল্লাহ্ তা’য়ালার নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়—সাইফুদ্দীন
রমজান মাস কে আল্লাহ্ তা’য়ালার নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়—সাইফুদ্দীন
হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, ‘আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া’ এর সভাপতি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভাণ্ডারী বলেছেন, রমজান মাস আমাদেরকে আল্লাহ্ তা’য়ালার নৈকট্য অর্জনের সুযোগ করে দেয়। মাসব্যাপী রোজা রাখা, তারাবি, ইতিকাফ পালনের পাশাপাশি এ মাসে বেশি বেশি দান-সদকাহ্, কুরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদাতের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। এ পবিত্র মাসে এমনই একটি মহিমান্বিত রজনী, শব-ই-কদর রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। আমাদের প্রিয় নবিজী (দ) বলেছেন, ‘সেই সফল, যার আত্না পরিশুদ্ধ।’ পবিত্র রমজান মাস আত্নাকে পরিশুদ্ধ করার জন্য আদর্শ সময়। শুধু পানাহার থেকে বিরত থাকলেই আমাদের রোজা পরিপূর্ণ হবে না। অন্তরকে সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে দূরে রাখতে হবে এবং এই অনুশীলনকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ দিনগুলিকে মহান আল্লাহ্ তা’য়ালা ও তার প্রিয় হাবীব (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সন্তুষ্টির পথে পরিচালিত করতে পারলেই পবিত্র রমজান মাসের সাধনা পরিপূর্ণতা লাভ করবে ৷ বিশেষ করে ক্ষুধার কষ্ট অনুভব করার মাধ্যমে আমরা গরীব-অসহায়দের দুঃখ-দুর্দশা উপলব্ধি করতে পারি।
তাই আমাদের সবসময় উচিত মানুষের সেবায় সাধ্যমত এগিয়ে আসা। নিজে অনেক বেশি আহার না করে, আশেপাশের অভাবীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। যাকাত দরিদ্রদের অধিকার। সঠিকভাবে যাকাত আদায়ের মাধ্যমে নিজের সম্পদকে পবিত্র করা সকলের একান্ত কর্তব্য। ২০শে এপ্রিল চট্টগ্রাম শহরের চকবাজারে কাপাসগোলা “মাইজভাণ্ডার মনজিল” খানকাহ্ শরীফে ‘পবিত্র রমজান মাসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব, এ্যাডভোকেট আলহাজ্ব কাজী মহসীন চৌধুরী, কাপাসগোল মহল্লা কমিটির সদস্যবৃন্দ, যুব নেতা ছাত্র নেতা, আনজুমান ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃনদ সহ বিশিষ্ট ওলামায়ে আহলে সুন্নাহ্, রাজনৈতিক ও ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দসহ শত শত আশেকানে মাইজভাণ্ডারী অংশগ্রহণ করেন।