সীতাকুণ্ডে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় নিহত ১ আহত ১
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চাদাঁ না দেওয়ায় মোঃ হারুন (৪৪) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা ও হারুনুর রশিদ (৪১) নামে অপর একজনকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। নিহত হারুন উপজেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক। আর আহত হারুনুর রশিদ বিকিকিনি ফ্যাশন নামের একটি স্বণামধণ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। গতকাল মঙ্গলবার (২৬এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভাধীন ওয়াপদার গেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবী হারুন হার্টএট্যাকে মারা গেছে।আহত হারুনুর রশিদের শ্যালক জাহেদুল ইসলাম রোমন জানান, নিহত মোঃ হারুন ও হারুনুর রশিদসহ আরো কয়েকজন ব্যবসায়ী ড্রাম ট্রাক সমিতির অফিসে বসে প্রতিদিনের মত গাড়ীর হিসাব-নিকাশ ও অন্যান্য কাজ করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তাদের কাছে চাঁদা দাবি করে। ব্যবসায়ীরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে সন্ত্রাসীরা মোঃ হারুন রশিদকে পেটানো শুরু করলে তিনি বেহুঁশ হয়ে যান। একই সময় তারা হারুনুর রশিদকে ধারালো অস্ত্র দিয়ে এলোাপাতাড়ি কুপিয়ে মাথায়, হাতে ও পায়ে মারাত্মক জখম করে। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে মোঃ হারুন ঘটনাস্থলের পাশেই নিজ বাড়ী চলে যান। কিছুক্ষণ পর বুকে ব্যাথার কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

অপর ব্যবসায়ী হারুনুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারা। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত হারুনকে মারার কথা তার ছেলে কিংবা অন্য কেউ স্বীকার করছেন না। তাছাড়া ঘটনা রাত ৮টার সময় ঘটেছে। আর হারুন মারা গেছে রাত পৌণে ১০টায়। নিহতের ছেলেকে বারবার জিজ্ঞাসাবাদ করার পরও মারার কথা তিনি অস্বীকার করেন।তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি। অন্য ঘটনায় আহতের স্বজনরা থানায় এসেছেন মামলা করতে, মামলার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ