ঈদের দিনে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ আহত চার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে ঈদের দিনে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধাসহ চারজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মূমূর্ষ অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ মঙ্গলবার (৩মে) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত বীর মুক্তিযোদ্ধা মো: হাই দাঁড়িয়া বলেন, গত দুই দিন আগে ঝড়ে আমাদের জায়গার উপর থাকা একটি গাছ পড়ে যায়। পরে চাচাতো ভাই বেলাল দাঁড়িয়া সেই গাছ কাটতে গেলে আমার মেঝ ছেলে হেলাল দাঁড়িয়া বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যায় বেলাল দাঁড়িয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের পরিবারের উপর হামলা চালায়। এ সময় কুপিয়ে ও পিটিয়ে আমাকে এবং আমার তিন ছেলে মো: আলম দাঁড়িয়া (৪৫), হেলাল দাঁড়িয়া (৩৫) ও ছব্বির দাঁড়িয়াকে (২২) কে মারাত্মক আহত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ