চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড’র শ্রেষ্ট প্যানেল আইনজিবীর সম্মামনা ক্রেষ্ট পেলেন এড. সালাহ উদ্দীন চৌধুরী রোকন
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড’র শ্রেষ্ট প্যানেল আইনজিবীর সম্মামনা ক্রেষ্ট পেলেন এড. সালাহ উদ্দীন চৌধুরী রোকন
আরজুন নাহারঃ
চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড’র শ্রেষ্ট প্যানেল আইনজিবীর ২০২১ সম্মামনা ক্রেষ্ট পেলেন এড. সালাহ উদ্দীন চৌধুরী রোকন। জাতীয় লিগ্যাল এইড দিবসে চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড শাখা দিনটি ব্যাপক আয়োজনের মাধ্যমে পালন করেন। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ, এতে আরো উপস্হিত ছিলেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বেগম রাজিয়া সুলতানা, সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোঃ হাশেম ও সা:সম্পাদক এডভোকেট এ এইচ এম জিয়াউদ্দীন চৌধুরী, আইনজীবী সমিতি চট্টগ্রাম’র অন্যান্য বিচারক ও জেলা জজ পর্যায়ের বিচারক এবং অতিথি বৃন্দের উপস্থিতিতে এই অনুষ্টান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্টান সঞ্চালনা ও পরিচালনা করেন লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ বেগম রাজিয়া সুলতানা। উক্ত দিবসে ২০২১ সালের সেরা পারফরম্যানসের জন্য এডভোকেট মো: সালাহ উদ্দীন চৌধুরী রোকনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা লিগ্যাল এইড চট্টগ্রাম শাখার শ্রেষ্ট প্যানেল আইনজিবী ২০২১ এর সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন। বিশেষ সাক্ষাতকারে এডভোকেট মোঃ সালাহ উদ্দীন চৌধুরী রোকন দৈনিক নব দেশ বার্তাকে জানান, তিনি সবসময় গরীব ও অসহায়কে আইনী সেবা দিয়ে নিজ দায়ীত্ব পালন করবেন। উল্লেখ্য, এডভোকেট মোঃ সালাহ উদ্দীন চৌধুরী রোকন দৈনিক নব দেশ বার্তা পত্রিকার আইন বিষয়ক সম্পাদক।