ব্ঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বারৈয়ারঢালা ইউনিয়ন
ব্ঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বারৈয়ারঢালা ইউনিয়ন
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১জুন) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন বনাম ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন অংশ নেয়। খেলায় ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন ১ গোলে ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।এসময় খেলোয়াড়দের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত ক্রীড়ামোদী দর্শক। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এ রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আঃলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দীন, সাংবাদিক জাহিদুল আনোয়ার চৌধুরী, শেখ সালাউদ্দিন, কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, শেখ সাইফুল ইসালাম রুবেল, ইকবাল হোসেন রুবেল, সঞ্জয় চৌধুরী, অশোক দাশ, ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর দিদারুল আলম এ্যাপেলো, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহী পায়েলসহ বিভিন্ন নেতৃবৃন্দ।