সীতাকুণ্ডে চার লাখ ৭১ হাজার টাকামূল্যের ৪৭১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুই
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চার লাখ ৭১ হাজার টাকামূল্যের ৪৭১ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত(৪জুন) রাত ৯টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট একটি স্কুলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এ সময় একটি প্রাইভেটকার তল্লাশী করে মোঃ সুজন(২৮), পিতা-বাহার মিয়া, সাং-ইদ্রিস আলী, থানা-পশ্চিম ছাগলনাইয়া, জেলা-ফেনী এবং মোঃ ইমাম হোসেন(২৭), পিতা-দ্বীন মোহম্মদ, সাং-পূর্ব মধুগ্রাম, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনী কে আটক করে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনে ব্যাক ডালার ভিতরে বিশেষ কৌশলে সংরক্ষিত অবস্থায় দুইটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৪৭১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামীদের আটক এবং মাদক দ্রব্য পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭১ হাজার টাকা।আটককৃৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ