জনগণ প্রশ্নবিদ্ধ মনে
             ——গাজী মাজহারুল ইসলাম
যখন তখন শূন্যতাবল
আশ্রয়ের ভাঙ্গে যে খেয়াল।
সর্বত্র কুচিন্তার দর্শন,
আজ সব নিন্দনীয় ভীষণ।
ঘুষ, দুৃর্নীতি, পরনিন্দা
খুন, ঘুম আর ধর্ষণ খুব জিন্দা।
মিথ অমানবিক প্রতিপত্তি
অহঙ্কার, দাম্ভিক সম্পত্তি।
সর্বত্র এই সম্পদ বড়াই
আমরা আর কত বাড়াবার চাই।
বিখ্যাত-কূখ্যাত দুই ভাই
কুখ্যাতর কোন জুড়ি নাই।
আত্মশুদ্ধি সেও পরাধীন
মানব আজ নয় মুক্ত স্বাধীন।
সত্য-ন্যায় খুব বেগবান,
মঙ্গলের নাই আগুয়ান।
আমরা কোন পৃথিবীর ফানুষ
ধর্মের, বর্ণের, জাতির মানুষ।
পরিশুদ্ধ কি হবো না?
ঈমানী সম্রাট কি পাবো না?
দেশের মানুষ বন্দিশালায়
আজ তারা কোথায় যে পালায়।
জনগণ প্রশ্নবিদ্ধ মনে,
জেগে থাকে অভিমানে।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা

নিউজটি শেয়ার করুনঃ