চট্টগ্রাম নগরীর বন্দরের কনটেইনার থেকে ধোঁয়ায় আতংক
বন্দর থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর বন্দরের ৭ নং ইয়ার্ডে পুরান একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়ে হঠাৎ। মঙ্গলবার(৭জুন) দুপুর ১২টা নাগাদ কনটেইনারটি থেকে ধোঁয়া বের হতে দেখলে শ্রমিকেরা হুড়োহুড়ি শুরু করে। এই সময় অনেকেই নিরাপদ দূরত্বে সরে যায়। বিষয়টি জানতে পেরে বন্দর কর্তৃপক্ষ পুরনো এই কনটেইনারটি দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। বন্দর কর্মকর্তারা জানান, ২০১২ সাল থেকে কনটেইনারটি বন্দরে পড়ে আছে। সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক ভর্তি কনটেইনার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বিভিন্ন ইয়ার্ড, টার্মিনালে বছরের পর বছর পড়ে থাকা রাসায়নিকের কনটেইনার চিহ্নিত করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ করছে।

কাস্টম হাউস কর্তৃপক্ষও যত দ্রুত সম্ভব স্পট নিলাম বা ধ্বংসের উদ্যোগ নিচ্ছে। সোমবার স্পট নিলামে ২ কনটেইনার হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রি করেছে কাস্টম হাউসের নিলাম শাখা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি। দুপুরে বন্দরের ৭ নং ইয়ার্ডে এক কর্মী পুরনো একটি কনটেইনার থেকে ধোঁয়া উঠতে দেখেন। এরপর আমরা দ্রুত সেটি সরিয়ে ফেলি।” বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক কাজকর্ম চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুনঃ