চট্টগ্রাম নগরীর দক্ষিন হালিশহর প্রথম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল
পতেঙ্গা থানা প্রতিনিধিঃ
চট্টগ্রাম’র দাবা খেলোয়াড় সমিতি ও সিজেকেএস দাবা কমিটির সহযোগিতায় দক্ষিন হালিশহর, প্রথম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে দক্ষিন হালিশহর চেস ক্লাব। চট্টগ্রাম জেলার প্রায় ৪০ থেকে ৫০জন আন্তর্জাতিক দাবা রেটিং প্রাপ্তরা অংশ নিবেন দিন ব্যাপি আয়োজিত আবুল কালাম স্মৃতি দাবা টুর্নামেন্টে। নগরীর ইপিজেড থানাধীন (নারিকেল তলাস্থ) মেইনরোড সংলগ্ন দক্ষিণ হালিশহর কেজি স্কুল মিলনায়তনে ১০জুন শুক্রবার সকাল ৯টায় প্রথম এই রেটিং দাবা টুর্নামেন্টের উদ্বোধন করবেন সিজেকেএস দাবা কমিটির সদস্য ও খোলোয়াড় সমিতির সাঃসম্পাদক প্রকৌশলী এস এম তারেক।

বিকেলে পুরস্কার বিতরণীও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি রাকিবুল ইসলাম সাচ্চু ও দক্ষিন হালিশহর চেস ক্লাবের উপদেষ্টা হাজী সাহাবুদ্দিন এবং অন্যান্য উপদেষ্টা সদস্য, ক্লাবের কার্য্য নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। সংগঠনের সভাপতি মোঃ নুরুল কবির মুছার সভাপতিত্বে, সংগঠক বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় ও টুর্নামেন্টের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, হাসান রফিকুল, আব্দুল হামিদ, শামীম ও নুরুল ইসলাম ঈসা সার্বিক সহযোগিতায় প্রথম রেটিং দাবা টুর্নামেন্টে খেলা শেষে বিকেলে ১০হাজার টাকার প্রাইজমানি-ট্রপি সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ