বৃক্ষরোপণ
——-সৈয়দুল ইসলাম
বৃক্ষরোপণ করে সবাই
সাঁজাই পরিবেশ,
ফুলে আর ফলে ছেয়ে যাবে
সোনার বাংলাদেশ।
তুলসী গাছ আর থানকুনি যে
দেহের উপকারী,
এসো সবাই বাড়ির পাশে
লাগাই তাড়াতাড়ি।
পেঁপে গাছ আর নারকেলেতে
ফলন বারো মাস,
তারই পাশে কলার গাছ
যত্নে করি চাষ।
বৃক্ষ সবার বন্ধু বটে
অক্সিজেন দেয় ঢেলে,
বৃক্ষ নিধন করে যেজন
ধরিয়ে দেবো জেলে।
বৃক্ষ কাঠের আসবাবপত্র
টেকসই উন্নয়ন,
বৃক্ষরোপণ করতে ওভাই
হই যে সচেতন।

দৈনিক নব দেশ বার্তা / কবিতা 

নিউজটি শেয়ার করুনঃ