সীতাকুণ্ডে দুইটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগ্যালা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগ্যালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪জুন) সকালে সীতাকুণ্ড পৌর সদরের মা প্যাথলজি ও জনতা ডায়াগনস্টিক ল্যাব নামে উক্ত দুই প্রতিষ্ঠান সিলগ্যালা হয়। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন ও ভাল সেবার জন্য পদ্মা ক্লিনিক্যাল ল্যাবকে ধন্যবাদ জানানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দীন রাশেদ। অভিযান শেষে তিনি জানান, সারাদেশের ন্যায় সীতাকুণ্ড উপজেলায়ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে পাঁচ টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছি। এর মধ্যে মা প্যাথলজি ও জনতা ডায়াগনস্টিক ল্যাব স্বাস্থ্য বিভাগ থেকে অনুমোদনের কোন কাগজপত্র দেখাতে না পারায় সিলগ্যালা করে বন্ধ করে দেয়া হয়। এটি নিয়মিত অভিযানের একটি অংশ।অভিযান অব্যাহত থাকবে। এসআই এমরান হোসেনের নেতৃত্বে অভিযানে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ