সীতাকুণ্ডে ২লক্ষ টাকা মূল্যের অবৈধ সেগুন ও গামারী গোল কাঠসহ ক্যাভার্ডভ্যান আটক
আবদুল মামুন সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবৈধ সেগুন ও গামারী গোল কাঠসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ। মঙ্গলবার (১৪জুন) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা উপজেলার কদমরসুল এলাকা থেকে ১০০শত ঘনফুট কাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে মাদামবিবিরহাট চেক পোস্টে নিয়ে আসেন।কাভার্ডভ্যানটিতে আনুমানিক ২ লক্ষ টাকার অবৈধ সেগুন ও গামারী গোল কাঠ ছিল বলে জানান বন কর্মকতারা। জানা যায়, চট্টগ্রাম শহর থেকে অবৈধ সেগুন ও গামারী গোল কাঠ বোঝায় করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল (ঢাকা মেট্রো– ড-১৪-৫৫৩৬) একটি কাভার্ডভ্যান।

গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ এর নেতৃত্বে টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ায় সময় লালবাগ এলাকা থেকে আটক করে। এই বিষয়ে ১৯২৭ সনের বন আইনে (২০০০) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে ২০১৪ বিভাগীয় অরণ্য পরিবহণ বিধিমালা ২০১১ এর ধারা দন্ড বিধি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট- কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহানশাহ নওশাদ।

নিউজটি শেয়ার করুনঃ