বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
আরজুন নাহারঃ
চট্টগ্রামে টানা প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। তন্মধ্যে চট্টগ্রাম পাঁচলাইশ হাজী পাড়ায় প্রায় ৪-৫ দিন যাবত পানিতে ঘরবন্ধী অবস্থায় চরম ভোগান্তিতে আছেন ঐ এলাকার মানুষ। এমতাবস্থায় ২১ জুন রোজ মঙ্গলবার বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ও লায়ন শারমিন সুলতানা মৌ এর সার্বিক সহযোগিতায় ঘরবন্ধী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এই সময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী বলেন, চট্টগ্রাম নগরীতে সামান্য একটু বৃষ্টি হলেই কিছু এলাকা পানির নিচে তলিয়ে যায়। ফলে নিন্ম আয়ের মানুষগুলোর খাদ‍্য সংকট সহ চরম দুর্ভোগে ভোগে তারা। তিনি আরও বলেন, যেখানে যখনই দুর্যোগ সৃষ্টি হয় সেখানেই মানবিক সহায়তা নিয়ে ছুটে যায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। এভাবে সকলে যার যার সাধ‍্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। এই সময় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান লায়ন শারমিন সুলতানা মৌ সহ পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড মহিলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ