সীতাকুণ্ডে ১৬শ টি খালি সিলিন্ডার উদ্ধারসহ ৩জন সক্রিয় সদস্য গ্রেফতার
সীতাকুণ্ডে ১৬শ টি খালি সিলিন্ডার উদ্ধারসহ ৩জন সক্রিয় সদস্য গ্রেফতার
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১৬শ টি খালি সিলিন্ডার উদ্ধারসহ এলপিজি সিলিন্ডার কাটার ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বিষটি নিশ্চিত করে র্যাব-৭, চট্টগ্রাম এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সীতাকুণ্ড উপজেলার তুলাতুলি এলাকায় একটি তেলের ডিপোর ভিতর অবৈধ চোরাই গ্যাস সিলিন্ডার সংগ্রহ ও দখলে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪জুন) বিকাল ৩টার দিকে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ জাহাঙ্গীর আলম(৪২), পিতা-মৃত মোহাম্মদ মিয়া, মোঃ ইমতিয়াজ উদ্দীন(৩৬), পিতা-মৃত জামাল উদ্দীন, উভয় সাং- তুলাতুলি, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম এবং মোঃ জহির হোসেন(৩৪), পিতা-মৃত সিরাজ ভূইয়া, সাং-কলসমা মোল্লাবাড়ী, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর, দেরকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত ডিপোর ভিতর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় বিভিন্ন সাইজের আনুমানিক ১৬শ টি গ্যাস সিলিন্ডার উদ্ধারসহ আসামীদের আটক করেছে। উদ্ধারকৃত গ্যাস সিলিন্ডারের আনুমানিক মুল্য প্রায় ৩৪ লক্ষ টাকা। উল্লেখ্য যে, আটককৃত আসামীরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কোম্পানীর অধিক মূল্যের গ্যাস সিলিন্ডার বিভিন্ন ভাবে সংগ্রহ করে এবং উক্ত গ্যাস সিলিন্ডার চোরাই জেনেও হেফাজতে নিয়ে কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসাবে রি-রোলিং মিলে বিক্রি করে সিলিন্ডার কোম্পানী গুলোর ব্যাপক ক্ষতি করে আসছে। পক্ষান্তরে সিলিন্ডার বিক্রয়কারী প্রতিষ্ঠান সমূহ প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।একই সাথে সাধারণ গ্রাহকদের ব্যবহারের সিলিন্ডারগুলি এই অপরাধ চক্র কেটে ফেলে রি-রোলিং মিলে ওজনে লোহা হিসেবে বিক্রয় করার ফলে বাজারে সিল্ডিারের সংকট দেখা দিয়েছে। ফলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।