সীতাকুণ্ডে একশ কেজি জাটকা মাছসহ ১৫ হাজার মিটার অবৈধ রিংজাল জব্দ
সীতাকুণ্ডে একশ কেজি জাটকা মাছসহ ১৫ হাজার মিটার অবৈধ রিংজাল জব্দ
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার রিংজাল উদ্ধারসহ জব্দ করা হয়। এ সময় ১০০ কেজি বিভিন্ন প্রকার মাছও জব্দ করা হয় এবং জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।শনিবার (২৫জুন) সকালে সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ উপজেলার সলিমপুরে অভিযান পরিচালনা করে। জব্দকৃত মাছ ১৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং জব্দকৃত জাল স্থানীয় মান্য-গণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জালিয়ে বিনষ্ট করা হয়।
জব্দকৃত জালের মূল্য এক লক্ষ টাকা। অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দীন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিরা নৌ-পুলিশের এএসআই মোঃ হালিম, তথ্য সংগ্রহকারী রাসেল, মাজহারুল, সাদেকুল, নুরউদ্দীন, রুবেল। উল্লেখ্য, সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সীতাকুণ্ড উপজেলার সমুদ্রে সকল প্রকার নৌযান দ্বারা মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করে।