দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মেজবা উদ্দীন রানা
আবদুল মামুন,সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা সকলের মনে বয়ে আনুক শান্তির বার্তা। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা।এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, কোরবানীর পশু জবাই করার সঙ্গে সঙ্গে মানুষের মনের পশুত্বকে কোরবানী করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। ঈদুল আযহা আমাদের পরমতসহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আত্মত্যাগের শিক্ষা দেয়।

ঈদুল আযহার শিক্ষা নিয়ে আমাদের চিন্তা ও কর্মকে প্রতিফলিত করতে হবে। আসুন আমরা সকলে ঈদুল আযহার মর্মবাণী ধারণ করে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের উদ্দেশ্যে পশু কোরবানীর সঙ্গে সঙ্গে মনের পশুত্বকে জবাই করে সমৃদ্ধ, শান্তিপূর্ণ বৈষম্যহীন, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ তথা দেশ গঠনের শপথ গ্রহণ করি।

নিউজটি শেয়ার করুনঃ