ভারী বর্ষণ
প্রকাশঃ ৩০ জুলাই ২০২২ | ৪:৪০
ভারী বর্ষণ
——-সৈয়দুল ইসলাম
গগন জুড়ে মেঘের খেলা
হাওয়ার তালে ভাসে,
অঝোর ধারায় বৃষ্টি নামে
আষাঢ় শ্রাবণ মাসে।
দিবা নিশি ভারী বর্ষণ
খালবিল থৈ থৈ,
চারদিকেতে বানের পানি
পড়েছে হৈ চৈ।
বসত ভিটা কৃষি জমি
তলিয়ে গেছে বানে,
পশু পাখি মানব কষ্টে
চায়না কেহ পানে।
ভারী বর্ষণে পাহাড় ধ্বসে
মরছে মানুষ কত,
আপনজনদের আহাজারি
চলছে অবিরত।
প্রাকৃতিক দুর্যোগের কথা
বলা যায়না কবু,
বিপদ এলে রক্ষা করেন
উপরওয়ালা প্রভু।
দৈনিক নব দেশ বার্তা / কবিতা