চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রীতি ফুটবল টুর্ণামেন্টের উদ্ভোধন

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে ৫ম বারের মত প্রীতি ফুটবল টুর্ণামেন্ট গতকাল ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামের জিএমনেসিয়ামের মাঠ প্রাঙ্গনে উদ্ভোধন হয়।

প্রধান অতিথি হিসেবে উক্ত প্রীতি ফুট বল টুর্ণামেন্টের উদ্ধোধন করেন সাবেক সিটি মেয়র, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম.নাছির উদ্দীন।

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি নিতাই চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক সাইফুল ইসলাম, কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মালেক,

জামাল উদ্দীন, জয়শান্ত বিকাশ বড়ুয়া, মোঃ এনায়েত উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব নুর হোসেন, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি তপন দত্ত, এড.ফিরোজ ইফতেখার, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক এড. মোঃ আলমগীর, যুগ্ম আহবায়ক এ.এম.শাহেদ চৌধুরী, সদস্য সচিব এড.ফৌজিয়া খানম, তৌহিদুল ইসলাম, দিদারম্নল আলম আকাশ, জাবেদ আহমদ, পারম্নল আকতার, মোঃ মামুনুর রশীদ।

টুর্ণামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা কর্ণফুলী ৪ টি দল অংশগ্রহণ করে। প্রথম খেলায় মেঘনা ২-০ গোলে পদ্মাকে হারিয়ে বিজয়ী হয়। ২য় খেলায় ট্রাইবেকারে কর্ণফুলী ৪-৩ গোলে যমুনাকে হারিয়ে জয়ী হয়। আগামী ৩ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হবে।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কর আইনজীবীরা পেশাগত কাজের অবসরে যে ফুটবল টুর্ণামেন্টের উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। মানুষের কাজের ব্যস্ততার পাশাপাশি সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চার প্রয়োজন রয়েছে। এতে করে স্বাগত উন্নতিও হয়। তিনি টুর্ণামেন্টের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ