অভিযাত্রিকের ২২৫১তম সাপ্তাহিক ও ঋতু ভিত্তিক সাহিত্য আসর অনুষ্ঠিত
অভিযাত্রিকের ২২৫১তম সাপ্তাহিক ও ঋতু ভিত্তিক সাহিত্য আসর অনুষ্ঠিত
রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ
২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বিকেল ৪ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরের নিজস্ব কার্যালয়ে অভিযাত্রিকের ২২৫১ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সহ সভাপতি তৈয়বুর রহমান বাবু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, সাঈদ সাহেদুল ইসলাম, মাসুদ বশীর, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, বিমলেন্দু রায়, শাজাহান আলী মিলন, জোসেফ আক্তার, সাংবাদিক রিয়াজুল হক সাগর, কবি, এম জে নুর হোসেন, আব্দুল গাফফার, রোখসানা সিদ্দিক, নাদিরা, ইসলাম নাইস, প্রিতম রায়, গোলাম রাব্বানী, ফোখরুল ইসলাম, নাজমুল ইসলাম, পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন, অভিযাত্রিক সাহিত্য সম্পাদক মাসুদ বশীর,
এবং আসর সঞ্চালনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক, সাঈদ সাহেদুল ইসলাম।