নাটোর লালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এক ছাত্রের মৃত্যু

রেজাউল করিম,রাজশাহী বিভাগীয় ব্যুরোঃ

নাটোরের আব্দুলপুর জংসন স্টেশনে ট্রেনে কাঁটা পড়ে ইন্তাজ আলী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের সময় আব্দুলপুর জংসন স্টেশনে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে।

নিহত ইন্তাজ আলী পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে এবং সে আইন বিভাগের ছাত্র।

আব্দুলপুর স্টেশন মাষ্টার ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি লালপুরের আব্দুলপুর জংসন স্টেশনে সকাল ৭টা ৫০ মিনিটের দিকে এসে তামে। এসময় ট্রেনের যাত্রি ইন্তাজ আলী ট্রেন থেকে প্লাটফরমে নামে।

পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলে ইন্তাজ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। ইন্তাজ চলন্ত ওই ট্রেনে রাজশাহী যাচ্ছিলেন।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাষ্টার শেখ জিয়াউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ