জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন হয়েছে নেছারাবাদে

শেখর মজুমদার,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

“সময়ের অঙ্গিকার কন্যা শিশুর অধিকার” কন্যা শিশু নিরাপদ পরিবেশ সমৃদ্ধ করবে আগামীর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেছারাবাদে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ১১টায় উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,

উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, সমবায় কর্মকর্তা কামরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা কামরুন্নাহার নিপু, উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী হাসিনা মনি, ব্র্যাক এর কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন এবং কন্যা শিশু ও শিক্ষার্থীরা।

মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা মনিকা আক্তারের সঞ্চালনায় বক্তারা বলেন, এদেশ নারী শিশুদের জন্য একটি ক্ষেত্র তৈরি করেছে। যা দেশে বিশ্বের বিভিন্ন দেশ আজ বাংলাদেশকে অনুসরণ করছে। যে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে নিয়ে তারা এখন ভাবছে।

মেয়েরাই এখন আমাদের আগামী দিনের ভবিষ্যত। ছেলে-মেয়ে উভয়কে সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা শিশু সন্তানদের নিরাপদে গড়ে তুলবেন। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। শিশুদের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। এটাই আমাদের আজকের দিবসের আঙ্গীকার।

নিউজটি শেয়ার করুনঃ