সমালোচনা মানতে পারছেন না কিং খান সাকিব
সমালোচনা মানতে পারছেন না কিং খান সাকিব
রেজাউল করিম,রাজশাহী বিভাগীয় ব্যুরোঃ
নায়িকা অপু বিশ্বাসের পর নায়িকা বুবলীও নায়ক শাকিব খানের সন্তান নিয়ে প্রকাশ্যে এসে চমকে দিয়েছেন। তবে বুবলীর বেলায় আর জল ঘোলা করেননি ঢালিউডের মিস্টার খান। বুবলীর স্ট্যাটাস হুবহু কপি করে ফেসবুকে বুবলীকে বিয়ের ও তার গর্ভে পুত্র বীরের কথা স্বীকার করে নিয়েছেন শাকিব।
তবে এই ঘটনায় সমালোচনার ঝড় যেন থামতেই চাইছে না। দেশের সেরা নায়ক গোপনে বিয়ে করে সন্তান লুকিয়ে রাখার প্রবণতাকে ভালো চোখে দেখছেন না কেউই।
তবে সেসব সমালোচনা মেনে নিতে পারছেন না শাকিব। সম্প্রতি নায়ক তার ঘনিষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত কয়েকজন সাংবাদিকের কাছে মুখ খুলেছেন। সেসব সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি।
তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত?’
সেলিব্রেটিদের ব্যক্তিগত বিষয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, সেলিব্রেটিদের সবকিছুই পাবলিক দেখতে চায়, তাই বলে কি একজন সেলিব্রেটির বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই?’
তিনি সমালোচকদের উদ্দেশে বিভিন্ন দেশের তারকাদের একাধিক বিয়ের উদাহরণ টেনে বলেন, ‘হলিউড-বলিউড এমনকি টলিউডের তারকাদের কথাই যদি বলি, সেখানে তো এমন ঘটনা প্রায়ই ঘটে।
সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনও দেখা যায়? টালিগঞ্জের জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চারটি বিয়ে করেছেন, ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টুঁ শব্দ নেই।’
বুবলীর সঙ্গে বাকি জীবন কাটাবেন কি না-এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, ‘বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।’
এদিকে সব সমালোচনা ও বিতর্ক পেছনে ফেলে কাজে মনোযোগী হয়েছেন শাকিব খান। সম্প্রতি শুটিং করেছেন ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমায়। এরপর আমেরিকায় শুরু করবেন ‘মায়া’ নামের আরও একটি ছবি। পূজা চেরীর বিপরীতে ছবিটিতে শাকিব কাজ করবেন হিমেল আশরাফের পরিচালনায়।