ভূর্তকিমূল্যে রংপুরে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রম শুরু

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর নগরীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকিমূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার নগরীর ২৬নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে ভূর্তকিমূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয় কার্যক্রম শুরু করেন বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) রংপুর অঞ্চল।

উক্ত বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতেমা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম ফুলু।

এ সময় ২৬নং ওয়ার্ডের প্রায় নিম্ন আয়ের দুই হাজার ফ্যামিলি কার্ড ধারিদের মাঝে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ