প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের হাটহাজারী ফটিকায় উপজেলা মার্কেটের পেছনে ৬টি পরিবারের জায়গায় জোর পূর্বক অবৈধভাবে দখলের পাঁয়তারার প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে হাটাহাজারীতে ভ‚মিদস্যুদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারবর্গের পক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ভুক্তভোগী ৬টি পরিবারের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ আবদুর রহমান চৌধুরী, মো. আশরাফুল ইসলাম, কাজী মো. আলী হাসান, হাফেজ আবদুল্লাহসহ প্রমুখ। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাটহাজারী উপজেলা মার্কেটের পেছনে রহিমপুর ফটিকায় ৬টি পরিবার আজ মানবেতর জীবন যাপন করছে। এই পরিবারের সকল সদস্যরা প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি, গুম, খুনের আতঙ্কে রয়েছে। একটি কুচক্রী মহল জাল দলিল সৃজন করে এসব জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব কুচক্রী মহল বর্তমান সরকারের নাম ভাঙিয়ে নানান অপকর্ম করে যাচ্ছে এবং প্রশাসনকে অপব্যবহার করার কৌশল গ্রহণ করেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলেও পতিত স্বৈরাচারের দোসরা এখনো দাপটের সহিত চাঁদাবাজি জোরপূর্বক অন্যায়ভাবে অবৈধ জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানো একশ্রেণীর ভ‚মিদস্যুরা বোল পাল্টিয়ে সমাজের নিরীহ জনগণের সহায়-সম্পত্তি আত্মসাৎ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এখনো পর্যন্ত আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এ বিষয়ে সুবিচারের জন্য প্রশাসনের কাছে ধর্ণা দিলেও রহস্যজনক কারণে তারা নির্বিকার ভ‚মি পালন করছে। বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এলাকার একটি চিহ্নিত ভ‚মিদস্যু যারা অতীতে স্বৈরাচারের দোসর ছিল তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি, প্রাণনাশের হুমকি, চাঁদাবাজি, হত্যা-গুম করে ফেলার প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমাদের ৬টি পরিবার অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে। পরিশেষে আমরা আইনের আশ্রয় ও সার্বিক সহযোগিতা প্রার্থনা করছি এবং অবিলম্বে ভ‚মিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তশূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। প্রধান উপদেষ্টার এলাকা হওয়া সত্ত্বেও কেনো ভ‚মিদস্যুরা আস্ফালন করে যাচ্ছে আমাদের বোধগম্য নয়। এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। অবিলম্বে এসব ভ‚মিদস্যুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুনঃ