চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মডেল থানার পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ৯৩৯০ পিচ ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করেছেন।
সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার কবীর আহম্মেদ এর সার্বিক দিক-নির্দেশনায়, সোহেল পারভেজ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও জামাল উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) তত্ত্বাবধানে, পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই/ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া সংগীয় ফোর্সসহ অদ্য ৩১/১২/২৪ খ্রিঃ দুপুর ৩ ঘটিকার সময় পতেঙ্গা মডেল থানাধীন সী-বিচ সংলগ্ন টানেলের পতেঙ্গার প্রাপ্তে টানেল হতে বাহির হওয়ার মুখে পাকা রাস্থার উপর গোপন সংবাদের ভিত্তিতে টানেল সিকিউরিটির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া টেকনাফ থেকে আগত SUZUKI GIXXER মোটরসাইল যাহার রেজিঃ নং কক্সবাজর ল ১২-৩২২৮ এর মধ্যে বিশেষ কৌশলের রক্ষিত ৯৩৯০ পিচ ইয়াবাসহ মোঃ সোহেল (২৩) পিতাঃ মৃত আঃ জলিল মাতা: রশিদা বেগম সাং দক্ষিণ গোয়ালিয়া থানাঃ রামু জেলাঃ কক্সবাজরকে মোটরসাইকেল ও আলামত সহ গ্রেফতার করা হয়। তাহার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।