সাংবাদিক জাফর সিকদারের বাইক ছিনতাই
প্রকাশঃ ২৫ অক্টোবর ২০২১ | ৪:১৪
সাংবাদিক জাফর সিকদারের বাইক ছিনতাই
ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইলঃ
গতকাল সাংবাদিক মোঃ জাফর সিকদার তার বেক্তিগত কাজের জন্য, যশোর জেলার অভয়নগর উপজেলার একতারপুর গ্রাম থেকে ফেরার পথে তালতলা নামক স্থানে পৌছালে, ইমন শেখ (৩২) পিতা মোঃ মনির শেখ গ্রাম শংকরপাশা তার ছিনতাইকারী বাহিনী নিয়ে সাংবাদিক মোঃ জাফর সিকদারের বাইক থামান এবং তার উপর আক্রমণ করে, এবং তার কাছে থাকা নগত ৫ হাজার টাকা মোবাইল ফোন বাইক নিয়ে তারা পালিয়ে যায় যাওয়ার সময় সাংবাদিক মোঃ জাফর সিকদারকে বলে ইমন শেখ (৩২) এই ঘটনার কথা যদি কাউকে বলিস। তাহলে তোকে জানে মেরে দিবো তখন সাংবাদিক মোঃ জাফর সিকদার কি করবে বুঝে উঠতে পারছিলনা তারপর সে অভয়নগর থানায় বাইক ছিনতাইয়ের জিডি করেন। অভয়নগর থানার ওসি সাহেব বলেন এই ছিনতাই কারির বিরুদ্ধে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।