সিজেকে এস ও সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাব’র অনুশীলন উদ্বোধন
প্রকাশঃ ২১ ডিসেম্বর ২০২১ | ২:২২
সিজেকে এস ও সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাব’র অনুশীলন উদ্বোধন
মহানগর সংবাদদাতাঃ
সিজেকেএস ও সিডিএফএ’র আয়োজিত ২য় বিভাগ ফুটবল লীগের অনুশীলন উদ্বোধন ২০ ডিসেম্বর সকাল ১১টায় প্লোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিকবিদ ও সমাজ সেবক তারেক মাহামুদ পাপ্পু ও উদ্বোধক ছিলেন সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মোঃ জসিম উদ্দিন, এম এ মুছা বাবলু, হাজি ফয়েজুর রহমান আশরাফুজ্জামান আশরাফ, জসিম উদ্দিন, মাসুদ, রবিউল হোসেন, কোচ নেজামত ও খেলোয়ার বৃন্দ সভায় বক্তারা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২১ এ মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের সফলতা কামনা করেন।